সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৩ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ রংপুর বগুড়া মহাসড়কের বিটিসি নামক স্থানে গতকাল মঙ্গলবার ৩টার দিকে এক ইট ভাটায় কাজ করার সময় বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুত্বর আহত হয়েছে আরও ১ জন। প্রত্যক্ষ দশীরা জানান, গতকাল মঙ্গলবার বিকাল ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে বিকট শব্দে বজ্র পাত হয়। এসময় চকশোলাগাড়ী বকুলের ইট ভাটায় কর্মরত ৪ শ্রমিক ও মাঠে ঘাস কাটতে আসা এক বৃদ্ধসহ ঘটনা স্থলেই ৫ জনের মৃত্যু ঘটে। এসময় আহত মেহেদুল নামক এক যুবক। ঐ যুবক বর্তমানে পীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতরা হলেন, সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের সোনাতলা কবিলপুর গ্রামের জব্বারের পুত্র আব্দুল জলিল (৬২), চকনদী গ্রামের সিরুলের পুত্র সিয়াম মিয়া (২০), একই গ্রামের আল আমিনের পুত্র সাহাদৎ (২৫), আয়তালের পুত্র রাশেদুল (২৪) ও ধাপেরহাট ইউনিয়নের তিলকপাড়া গ্রামের বাদশা মিয়ার পুত্র নবদম্পত্তি নাজমুল হক (১৮)। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এস,আই তরিকুল ইসলাম। একই স্থানে ৫ জনের মৃত্যু হওয়ায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।