শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৬ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট মধ্যপাড়া গ্রামে গত ৮মে রাতে এক অটোভ্যান ছিনতাইকারীকে জনতার রোষানল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার সময় উত্তেজিত গ্রামবাসী পুলিশের উপর অর্তকিত হামলা চালায়। এ হামলায় সাদুল্লাপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান, ২জন এসআই ও ৫জন কনষ্টোবলসহ ৮ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় গত ৯ মে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী বাদী হয়ে ৪৫জন নামীয় এবং অজ্ঞাত ৩/৪শ জনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার ওসি তদন্ত মোস্তাফিজুর রহমান ইতিপূর্বে অভিযান চালিয়ে ৪জন আসামীকে গ্রেফতার করলেও বাকী আসামীরা পলাতক থাকে। বুধবার দুপুরে ৩৩ আসামী গাইবান্ধা বিজ্ঞ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানালে বিজ্ঞ আদালতের বিচারক জুডিশিয়াল চীফ ম্যাজিষ্ট্রেট তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নিদের্শ দেন। মামলা তদন্ত কারী কর্মকর্তা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতে জামিনের জন্য হাজির হওয়া আসামীদের মধ্যে কয়েকজন বদলী আসামী হিসাবে জামিনের প্রার্থনা করেন বলে খবর পেয়েছি।