মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৮:৩৪ অপরাহ্ন

ধাপেরহাটে পুকুরে ডুবে মামী ভাগ্নি’র মৃত্যু

ধাপেরহাটে পুকুরে ডুবে মামী ভাগ্নি’র মৃত্যু

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি ঃ ভাগ্নীকে বাঁচাতে গিয়ে মামী ও ভাগ্নির মৃত্যু। একই বাড়ীতে দুজন পুকুরের পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সাদুল্যাপুর উপজেলার ইদিলপুরের ইউনিয়নের রাঘবেন্দুপুর গ্রামে, ২০ জুলাই বৃহস্পতিবার দুপুরের দিকে, ঐ গ্রামের অটো চালক সালেক মিয়ার স্ত্রী তার একমাত্র ৯ মাস বয়সের ছেলেকে ঘরে রেখে বাড়ীর পাশে পুকুর পাড়ে গরু কে ঘাষ খাওয়াতে যায়, ঐ পুকুর পাড়ে খেলা করছিলো তার ভাগ্নি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীর ছাত্রী উর্মিলা আকতার, সে পা ফসকে পুকুরে পড়ে পানিতে পড়ে হাবু ডুবু করছিল। বিষয়টি মামীর নজরে আসলে তৎক্ষনাৎ সে ভাগ্নিকে রক্ষা করতে পুকুরে লাফ দেয়, সাতার না জানায় গহীন পুকুরের পানিতে মামী ভাগ্নি ডুবে যায়, এলাকাবাসীরা চিৎকার শুনে পুকুরে নেমে মামী ভাগ্নিকে তুলে পলাশবাড়ী হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাদের দুজনকে মৃতু ঘোষনা করে। তাদের লাশ বাড়ীতে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারনা হয়। ৯ মাসের শিশু পুত্র কে রেখে পরপারে চলে গেলো মা। মেয়েকে হারিয়ে পাগল প্রায় উর্মিলার বাবা রুহুল আমিন ও মা মৌসুমী বেগম। মৃত্যুর খবরে তৎক্ষণাৎ ঘটনা স্থলে ছুটে আসেন, আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী অবসর প্রাপ্ত মেজর বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার, তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান ও আর্থিক সহায়তা করেন, এছাড়াও ঘটনাস্হল পরিদর্শন করেছেন, ধাপের হাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পবিত্র কুমার,ইউ,পি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান, ও স্থানীয় আওয়ামীলিগের নেতৃবৃন্দ। আজ রাতেই পাশাপাশি কবরে চির নিদ্রায় শায়িত হবেন, মামী জীম বেগম ও ভাগ্নি উর্মিলা আকতার

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com