রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:১১ অপরাহ্ন
সাদুল্লাপুর প্রতিনিধিঃ বাংলাদেশ তাঁতীলীগ ধাপেরহাট ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে সর্বসম্মতিক্রমে হামিদুল ইসলাম হামিদকে সভাপতি ও শামীম মিয়াকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
গত রোববার বাংলাদেশ তাঁতীলীগের ধাপেরহাট ইউনিয়ন শাখার (অস্থায়ী) কার্যালয়ে অনুষ্ঠিত সম্মেলন সভাপতিত্ব করেন বাংলাদেশ তাঁতীলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি মোঃ সোহেল রানা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তাঁতীলীগ গাইবান্ধা জেলা শাখার আহবায়ক এসএম আহসান হাবিব স্বাধীন, যুগ্ম আহবায়ক সুজন মিয়া, সদস্য সচিব ফারুক হাসান ফারুক, পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আক্তারুজ্জামান টিটু, সাদুল্লাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক তজবীর আলম সজীব বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক রানা মিয়া, সাংগঠনিক সম্পাদক এমরান মিয়াসহ ধাপেরহাট ইউনিয়ন তাঁতীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।