শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:৪৩ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধি ঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে গত মঙ্গলবার দুপুরে ফেন্ডস ক্যাবল টিভি নেটওর্য়াক (ডিস) সংযোগের লাইন ম্যান নিজপাড়া গ্রামের আব্দুল গোফ্ফার ওরফে কালামকে পিটিয়ে হত্যার চেষ্টার ঘটনায় আল মামুন নামক এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায় কালাম দীর্ঘদিন থেকে ধাপেরহাটে ডিসের লাইন ম্যান হিসাবে কাজ করে আসছে। গ্রেফতারকৃত যুবক কালামের নিকট মাদক সেবনের জন্য বিভিন্ন সময় টাকা চাইলে তার চাহিত টাকা না দেয়ায় ঘটনার দিন দুপুরে তাকে ইট ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত কালাম বর্তমানে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ চিকিৎসাধিন রয়েছে। এ ঘটনায় আব্দুল গোফ্ফার ওরফে কালাম বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মামুন বাংলাদেশ ছাত্রলীগ ধাপেরহাট ইউনিয়ন শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক ও ধাপেরহাট বন্দরের হাসানপাড়া গ্রামের আব্দুল মান্নান মন্ডলের ছেলে। মামলার তদন্তকারী কর্মকর্তা ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, গ্রেফতারকৃত মামুনকে গত বুধবার গাইবান্ধা জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, তার বিরুদ্ধে ইতি পূর্বেও এধরনের ৫ -এর অধিক মামলা বিজ্ঞ আদালতে চলমান রয়েছে।