রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১০:৫৯ পূর্বাহ্ন

ধাপেরহাটে জমি বন্দকীর টাকার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা

ধাপেরহাটে জমি বন্দকীর টাকার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ছাইগাড়ী গ্রামে গত রবিবার দুপুরে জমি বন্দকীর টাকার জের ধরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার চেষ্টা করেছে প্রতিপক্ষরা। এ নিয়ে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ঐ গ্রামের মৃত সাহেব উদ্দিনের পুত্র জামাত আলী গংরা গত রবিবার দুপুরে প্রতিপক্ষ একই গ্রামের মৃত্যু নমির উদ্দিনের পুত্র মজনু মন্ডল (৩৮) কে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টায় গুরুত্বর যখম করেছে। আহত মজনু মিয়া বর্তমানে রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত মজনু মন্ডলের বড় ভাই মজি মন্ডল বিবাদী জামাত আলীগংদের নিকট ৫০ শতাংশ জমি বন্দকী ২ লক্ষ টাকা চাইতে গেলে তাকে বেদম মারপিট করে আহত করে। এ ব্যাপারে মজনু মন্ডলের বড় ভাই জমি মন্ডল বাদী হয়ে ৬ জনকে আসামী করে সাদুল্লাপুর থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা তদন্তকারী কর্মকর্তা সাদুল্লাপুর থানার এস,আই মতিউর রহমান জানান আসামী গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com