সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৩১ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুুল্যাপুর উপজেলার ধাপেরহাট চকসারাই গ্রামের জনগন গত মঙ্গলবার গভীর রাতে ধাওয়া করে গরুচোর দলের ২ সদস্যকে আটক করে পুলিশ সোর্পদ করেছে।
জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়নপুর গ্রামের হবিবর মিয়ার বাড়ীতে সংঘবদ্ধ চোররা গরু চুরি করে পালানোর চেষ্টা করে। এসময় বাড়ীর মালিক টের পেয়ে চিৎকার দিলে চোররা বাড়ীর পাশ্বের নলেয়া নদী সাতরিয়ে পাড় হলেও শেষ রক্ষা হয়নি। তাদেরকে ধাপেরহাট এলাকার চকসারাই গ্রামের লোকজন ধাওয়া করে ধরে ফেলে। গ্রেফতারকৃতরা হলেনঃ দিনাজপুর বিরামপুর এলাকার আল আমিন (৩২) ও সাদুল্যাপুরের ফরিদপুর এলাকার হামিদুল ইসলাম (৩০)। বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী। তিনি জানান গ্রেফতারকৃতদের চুরি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।