শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০০ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ হায়রে গরু চোর,কপাল খারাপ তোর, যে খানেই বাঘের ভয় সে খানেই সন্ধা হয়। এমন একটি ঘটনা ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বন্দরে। পুলিশ ও ভূক্তভোগী সুত্রে জানা গেছে, বন্দরের বিশ্বরোড সংলগ্ন আখ ক্রয় কেন্দ্রের পাশ্বে অবস্থিত রড,সিমেন্ট ব্যবাসায়ী জলিল ট্রেডার্স এর প্রোঃ আব্দুল জলিল মিয়ার বাসা থেকে গত শনিবার গভীর রাতে সংঘবদ্ধ চোরেরা গেট খূলে ৩টি গরু চুরি করে মিনি ট্রাকে তুলে নিয়ে পালানোর সময় পথি মধ্যে মহাসড়কের পীরগঞ্জের বড় দরগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে পৌছিলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা অপর একটি ট্রাকের ধাক্কা খেয়ে পুলিশ ফাঁড়ির সন্নিকটে চোরাই গরুসহ ট্রাকটি উল্টে যায়। যাহার নম্বর- ঢাকা মেট্রো- ড ১১-৩০৮০। এসময় সংঘবদ্ধ গরু চোর দলের দু’সদস্য গুরুত্বর আহত হয়ে ঘটনা স্থলে পরে থাকে বাকি চোরের পালিয়ে যায়। পুলিশ ঐ দু’চোরকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায়। এ ব্যাপারে গরুর মালিক আঃ জলিল বাদি হয়ে পীরগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন। হাইওয়ে পুলিশ ফাঁড়ির এস,আই মোয়াজ্জেম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, চোরেরা এতটাই সড়ক দূর্ঘটনায় আহত হয়েছে তারা মুখ দিয়ে কথা বলতে পারছেনা। তাই ঐ দু’চোরের সঠিক নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে, একটি নির্ভর যোগ্য সূত্র জানিয়েছে,তাদের বাড়ী গোবিন্দগঞ্জ থানা এলাকার ফাঁসিতোলায় হতে পারে। বর্তমানে ঐ দু’চোরের পুলিশ হেফাজতে চিকিৎসা চলছে এবং চুরির কাজে ব্যবহৃত দূর্ঘটনায় পতিত মিনি ট্রাকটি হাইওয়ে পুলিশ জব্দ করেছেন।