বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৭:৩৬ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত এক বছরের সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। গাইবান্ধা জেলা পুলিশ সুপার তৌহিদুল ইসলামের নির্দেশে ও সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমারের সার্বিক তত্বাবধানে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক এর নেতৃত্বে এ এস আই আজিজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিন পালিয়ে থাকা ধাপেরহাট উত্তর পাড়া গ্রামের মোজাম্মেল হকের পুত্র ওয়ারেন্ট ভুক্ত ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী শরিফুল ইসলাম (৩৫) কে গতকাল গ্রেফতার করেছে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক জানান আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।