সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৩:৫৪ পূর্বাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্যাপুরে হত্যাসহ একাধিক মামলার আসামি ফারুক (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত সোমবার দিনগত রাত ১টার দিকে উপজেলার ধাপেরহাট ছোটছত্রগাছা গ্রাম (বৌ-বাজার) এলাকায় হামলার শিকার হন ফারুক। সে সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, গত সোমবার দিনগত রাত ১টার দিকে ধাপেরহাট ছোটছত্রগাছা এলাকায় ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। খবর পেয়ে তাকে উদ্ধার করে রাতেই রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ফারুক। বিষয়টি নিশ্চিত করে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, দুর্বৃত্তদের হামলায় নিহত ফারুকের নামে হত্যা,নারী নির্যাতন সহ একাধিক মামলা রয়েছে। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত সম্পন্ন হবে। বিকাল ৩টা পর্যন্ত নিহতের মরদেহ তার বাড়ীতে এসে পৌঁছেনি। তিনি আরও জানান, এখন পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের হয় নাই। এদিকে স্থানীয়রা জানান, ফারুক এলাকার চিহ্নিত ত্রাস এবং সে খুনি ওরফে গলাকাটা ফারুক নামে বেশ পরিচিত। তিনি এলাকার একাধিক অটোরিকশা, ভ্যান ছিনতাইসহ হত্যাকান্ডের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক হত্যা নারী নির্যাতন মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তার অত্যাচারে অতিষ্ঠ ব্যক্তিরাই তার উপর এমন হামলা চালাতে পারে বলে অনেকেই মন্তব্য করেছেন। ফারুক সম্প্রতি জেল হাজত থেকে জামিনে এসে এলাকায় বিভিন্ন অপকর্মসহ হয়রানী মুলক কার্যক্রমে লিপ্ত হয়ে অসহায় নিরীহ মানুষকে ফাঁসানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে ফায়দা লুটায়।