সোমবার, ২৯ মে ২০২৩, ১২:৩০ পূর্বাহ্ন
সাদুল্লাপুর,(ধাপেরহাট) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গত মঙ্গলবার সন্ধায় ধাপেরহাট খামারপাড়া গ্রাম থেকে মাদক ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম (৪০) কে ২৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ তার নিজ বাড়ী হতে গ্রেফতার করেছেন। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী সঙ্গীয় ফোর্সসহ এ অভিযান পরিচালন করেন। তিনি বলেন সে গ্রেফতারকৃত আনোয়ারুল একাধিক মাদক মামলার আসামী। সে ঐ গ্রামের মৃতঃ খাজা মন্ডল এর পুত্র। এ ব্যাপারে সাদুল্লাপুর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের হয়েছে।