রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:১০ পূর্বাহ্ন

ধাপেরহাটে অবৈধ্য ইটভাটায় ভ্রাম্যমান আদালতের ৮ লাখ টাকা জরিমানা

ধাপেরহাটে অবৈধ্য ইটভাটায় ভ্রাম্যমান আদালতের ৮ লাখ টাকা জরিমানা

ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলায় অবৈধ্যভাবে গড়ে ওঠা ইট ভাটাগুলিতে গতকাল বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত। এসময় ভ্রাম্যমান আদালত একটি ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে এবং ১টি ইট ভাটায় ৮ লাখ টাকা জরিমানা করেছেন। গতকাল সকাল ১১টার দিকে সিনিয়র সহকারী সচিব, মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট ইউং ঢাকাস্থ পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এতে সহযোগিতা করেন পরিবেশ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক মোঃ ইউসুফ, র‌্যাব-১৩, ফ্যায়ার সার্ভিসসহ স্থানীয় ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ দল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলায় গড়ে ওঠা বেশির ভাগ ইটভাটা গুলিই অবৈধ্য। অভিযানের অংশ হিসাবে উপজেলার ধাপেরহাট মহাসড়ক সংলগ্ন একবারপুর মৌজার সরোয়ার হোসেন বিদ্যুৎ- এর বি,আর,বি ইট ভাটায় পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং পাশ্ববর্তী আশিকুজ্জামান রিমেল প্রমানিকের এম,এস,বি ইট ভাটা প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন হওয়ায় এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না থাকায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ (সংশোধনী-২০১৯ এর) ১৫/১, ১৫/২ ও ১৮/২ অনুসারে ৮ লাখ টাকা জরিমানা আদায় করেন। পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ ইউসুফ জানান, পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com