শনিবার, ২৮ মে ২০২২, ০৮:০১ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্যাপুর উপজেলার রংপুর-বগুড়া মহাসড়কের ধাপেরহাট একবারপুর নামক স্থানে রয়েল মিয়ার ইট ভাটা হতে গতকাল সোমবার সকালে আঃ মজিদ (৬০) নামের এক ব্যাটারী চালিত অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানান, কে বা কাহারা রাতের আধারে তাকে হত্যা করে অটো ভ্যানটি ছিনিয়ে নিয়ে তার লাশ ফেলে রেখে গেছে, আঃ মজিদ সাদুল্যাপুর উপজেলার কামারপাড়া লক্ষীপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে প্রতিদিনের ন্যায় গত রবিবার দুপুরে অটো ভ্যান নিয়ে বাড়ী হতে বের হয়েছিল আঃ মজিদ। গতকাল সোমবার সকালে তার লাশ পাওয়া যায়, গাইবান্ধা পুলিশের এডিশনাল এস,পি আউয়াল হোসেন ঘটনাস্থলে পরিদর্শন করেছেন, ঘটনার সত্যতা স্বীকার করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল হক জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে, খুনিকে সনাক্ত করে অপরাধীদের গ্রেফতার চেষ্টা অব্যাহত আছে।