শনিবার, ১০ জুন ২০২৩, ০৯:১৮ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ অল্পের জন্য মৃত্যুর হাত থেকে বেচে গেল, অটো চালক, পলাশবাড়ী মেরির হাট এলাকার আতোয়ার রহমান, গত ১৩ নভেম্বর চক্রের সদস্যরা তার অটো রিজার্ভ করে নিয়ে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট আসে। এর পর বিভিন্ন টালবাহানায় সন্ধ্যা লাগায় এবং একটি ক্যান্টিনে চায়ের সাথে নেশা দ্রব্য মিশিয়ে তাকে খেতে দেয়,অর্ধেক খাওয়ার পর তার সন্দেহ জাগে। এরই মধ্যে গোপনে বিষয়টি জানতে পারে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রজব আলী। তিনি খবর পেয়ে ঐ চক্র কে ধরার জন্য বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করেন। ছিনতাইকারী চক্রটি অটোচালক সহ গাড়ীটি নিয়ে ধাপেরহাট থেকে রংপুর – বগুড়া মহাসড়ক হয়ে পলাশবাড়ী যাওয়ার পথে নির্জন ফাকা রাস্তা আর,ভি কোল্ত ষ্টোরেজের পাশে আটক করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে এই চক্রের গডফাদার পালিয়ে গেলেও ধারালো চাকু সহ আটক হয় তার সহযোগি গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা খামার মাহমুদপুর গ্রামের মোনারুলের ছেলে রানামিয়া (১৯) ও বিরামের ভিটা গ্রামের ময়নুলের ছেলে শরীফ আহমেদ (২০) ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি তদন্ত) রজব আলী জানান, তাদের নামে দঃবিঃ ৩২৮ ধারায় সাদুল্লাপুর থানায় একটি নিয়মিত মামলা রজুকরা হয়েছে। উল্লেখ্য যে ইতিপূর্বে একই কায়দায় সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় ৩ জন অটোচালক কে খুন করে অটো ছিনতাইয়ের ঘটনা ঘটেছিলে।