সোমবার, ২৯ মে ২০২৩, ০২:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ আপন চাচাতো ভাতিজীকে ধর্ষণকারী গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুস আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল বুধবার সচেতন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের উদ্যোগে গাইবান্ধা শহরের আসাদুজ্জামান মার্কেটের সামনে এক মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন গাইবান্ধা মহিলা ফোরামের জেলা সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য ইসরাত জাহান লিপি, নারী মুক্তি কেন্দ্রের জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নির্যাতিতার বাবা মোঃ মুকুল মিস্ত্রী, মোছাঃ শাহার বানু, দাদী মালেকা বানু, এলাকাবাসি মোঃ রুমন বসুনিয়া, সজিব মিয়া প্রমুখ।
বক্তারা অবিলম্বে ধর্ষণকারী শিক্ষক ইউনুস আলীকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে বহিস্কারের দাবি জানান। তারা বলেন, শিক্ষক যদি নারী নির্যাতনকারী ও ধর্ষক হয় তাহলে ছাত্রীদের নিরাপত্তা কোথায়?