শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ১০:০৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্দ্ধগতির প্রতিবাদে ও খালেদা জিয়া মুক্তির দাবিতে কেন্দ্রীয় কমিটির অংশ হিসেবে গতকাল বুধবার স্বেচ্ছাসেবক দল গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির কার্যালয়ের সামন থেকে বিক্ষোভ মিছিলটি বের করার চেষ্টা করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসুচি পালন করে। স্বেচ্ছাসেবক দলের জেলা সভাপতি আবু বকর সিদ্দিক স্বপনের সভাপতিত্বে ও সাধারন স¤পাদক শাহজালাল সরকার খোকনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম ও বিশেষ অতিথি স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডঃ মিজানুর রহমান মাসুম। সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন স¤পাদক মাহমুন্নবী টিটুল, জেলা যুবদলের সাধারন স¤পাদক আব্দুর রাজ্জাক ভুট্টু, শহর বিএনপির আহ্বায়ক শহীদুজ্জামান শহীদ, সদর থানা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোর্শেদ হাবিব সোহেল, জেলা ছাত্রদলের সাধারন স¤পাদক তারেকুজ্জামান তারেক প্রমুখ।