বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০৬:৫৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ কঠোর লকডাউনের প্রথম দিনে গাইবান্ধায় সরকারি-বেসরকারি অফিস, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিছু কিছু এলাকায় অল্পকিছু দোকান খোলা ছিল। বিশেষ করে সান্দারপট্টি, স্টেশন রোড, কলেজ রোডসহ শহরতলি এলাকাগুলোতে কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। স্টেশন রোডের আব্বাস উদ্দিন টাওয়ারের সম্মুখে জনৈক জাহিদের দোকান খোলা থাকায় ম্যাজিস্ট্রেট অভিযান চালিয়ে দুইশ টাকা জরিমানা করেন।
এছাড়া শহরের রাস্তায় ছিল যানবাহনের চাপ। মটর সাইকেল, রিক্সাসহ ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেছে। এমনকি ব্যাটারি চালিত ও সিএনজি চালিত অটোরিক্সাও চলতে দেখা গেছে। উন্মুক্ত স্থানে কাচাবাজার বসানোর কথা থাকলেও তা পালন করা হচ্ছে না। শহরের পুরাতন বাজারে আগের মতই যথারীতি ভীড় করে লোকজনকে কেনাকাটা করতে দেখা গেছে। শহরে লোকজনের চলাচল ছিল কম। তাদের অধিকাংশের মুখেই মাস্ক ছিল না। লকডাউন কার্যকরে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী সদস্যদের টহল দিতে দেখা গেছে। এছাড়া উপজেলা সদরগুলোতে যথারীতি লকডাউন পালিত হয়েছে। যানবাহন ও লোক চলাচল ছিল সীমিত।