শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ নানা আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার দৈনিক জনসংকেতের ২৪তম বর্ষপূর্তি উদযাপিত হয়। এ উপলক্ষে গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে কেককাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। পত্রিকার প্রকাশক ও সম্পাদক দীপক কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা তথ্য অফিসার মুহাঃ মাহফুজার রহমান, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি কে.এম রেজাউল হক, শব্দ প্রকাশনীর সম্পাদক কবি সরোজ দেব, গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা গোবিন্দ লাল দাস, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) আবেদুর রহমান স্বপন ও জেলা কৃষক লীগের সভাপতি হাসান মাহমুদ সিদ্দিক। সাংবাদিক-কবি অমিতাভ দাশ হিমুন ও উত্তম সরকারের যৌথ সঞ্চালনায় দৈনিক জনসংকেতকে শুভেচ্ছা জানিয়ে উত্তরোত্তর সাফল্য কামনা করে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক ইদ্রিসউজ্জামান মোনা, কুদ্দুস আলম, রজতকান্তি বর্মন, উজ্জল চক্রবর্ত্তী, রিকতু প্রসাদ, আরিফুল ইসলাম বাবু, খায়রুল ইসলাম, এসএম বিপ্লব, শাহাজাহান মিঞা, শফিউল ইসলাম, বিমল কুমার সরকার, শহিদুল ইসলাম আকাশ, শাহীন মিয়া, মিলন মিয়া, জহুরুল ইসলাম, আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম, শাহজাহান সিরাজ, জাকিরুল ইসলাম জাকির, আসাদ খন্দকার, সাইফুল ইসলাম, মাহাবুবা মিম্মি প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন কৃষক লীগ নেতা আবু আল ইমরান বিপ্লব, প্রভাষক পল্টন মহন্ত, জালাল আকন্দ, ওয়ার্কার্স পার্টির নেতা কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, শিরিন আকতার, শাহিন নুরী প্রমুখ। শেষে পত্রিকার ২৪তম বর্ষপূর্তি ও ২৫তম বছরে যাত্রার সাফল্য কামনা করে অতিথিদেরকে সাথে নিয়ে সম্পাদক কেক কাটেন।