সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু এবং কবি ও লেখক সোহেল রানাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শাহজাহান সিরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ খলিলুর রহমান। বক্তব্য রাখেন কঞ্চিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ এটিএম রাশেদুজ্জামান, ইনডিপেনডেন্ট টিভির গাইবান্ধা জেলা প্রতিনিধি আরিফুজ্জামান বাবু, গাইবান্ধা জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি আলমগীর কবির বাদল, খোলাহাটি ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি মোঃ খালেকুজ্জামান খালেদ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।