সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩ অপরাহ্ন
সুন্দরগঞ্জ প্রতিনিধি ঃ দৈনিক ঘাঘট পত্রিকায় নদীভাঙ্গনের খবরটি প্রকাশ হলে প্রশাসনের নজরে আসে ফলে ভাঙ্গন কবলিত এলাকায় ভাঙ্গনরোধের জন্য প্রাথমিকভাবে পানি উন্নয়ন বোর্ড ১৮শত জিও ব্যাগ বরাদ্দ করে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছে।
সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ও শ্রীপুরে তীব্র নদী ভাঙ্গনে আবাদী জমি ও বাড়ীঘর নদীগর্ভে বিলিন হয়। সরে জমিনে দেখা যায়, শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর পুটিমারী ও কাপাসিয়া ইউনিয়নের ভাটিকাপাসিয়া এলাকায় তীব্র নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গনের কবলে আবাদী জমি ও বাড়ী ঘর। উত্তর শ্রীপুর পুটিমারী গ্রামের বাদশা মিয়া জানান, আমাদের আবাদী জমি ও বাড়ী ঘর নদী গর্ভে বিলিন হয়েছে, ভাঙ্গন রোধের কাজ শুরু হওয়ায় আমরা অত্যন্ত খুশি। আশা করি জিওব্যাগ ফেলার কারনে এলাকার গরীব দুঃখি মানুষসহ সকলে ক্ষয়-ক্ষতি থেকে রেহাই পাবে। শ্রীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম বলেন ১৮শত জিওব্যাগ বরাদ্দ দেওয়ায় আমরা অত্যন্ত খুশি হয়েছি । এলাকাবাসীর পক্ষ্য থেকে পানি উন্নয়ন বোর্ডকে আরো জিওব্যাগ বরাদ্দ দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।