শুক্রবার, ০২ জুন ২০২৩, ১২:১৬ অপরাহ্ন
সাঘাটা প্রতিনিধিঃ সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে নকল এক মাত্র ভরসাঃ দেখার কেউ নেই শীর্ষক সংবাদ ২৫ নভেম্বর দৈনিক ঘাঘটে প্রকাশ হলে গতকাল ৩ সদস্যের কমিটি গঠন করেছেন সাঘাটা উপজেলা প্রশাসন । এই বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিরুল মন্ডলের সাথে কথা বললে তিনি জানান, এই নিউজের সত্যতা যাচাইয়ে তদন্ত কমিটি গঠনের জন্য সাঘাটা উপজেলা নির্বাহী অফিসারকে দায়িত্ব দেয়া হয়েছে । বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহিউদ্দিন জাহাঙ্গীর জানান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীবকে প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর ২ সদস্যদের নাম এবং কত কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেয়া হবে তা বিস্তারিত পরে জানানো হবে । অপরদিকে খবরটি প্রকাশের পরে টনক নড়েছে নকল সরবারাহকারীদের মাঝে । তারা সাংবাদিকদের নামে মিথ্যা মামলাসহ নানা ভাবে হয়রানি করার হুমকি দিচ্ছেন ।
উল্লেখ, গত রোববার সারাদেশের মতো গাইবান্ধাতেও পিএসসি গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সরেজমিনে সাঘাটা উপজেলার কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা গেছে এ যেন মাছের বাজার। পরীক্ষার্থীদের নকল সরবরাহ করতে শতশত অভিভাবক কেন্দ্রের আশে পাশে ঘুরাফেরা করছেন। একটু সময় পেলেই তারা নকলের চিরকুট হাতে ধরে দিচ্ছেন। কেন্দ্রের দায়িত্বে থাকা পরিদর্শক-শিক্ষকরা যেন নির্বাক। কেউ কোনো প্রতিবাদ তো দূরের কথা পারলে নকল করার সহায়তা করছেন। অধিকাংশ পরীক্ষার্থী প্রকাশ্যে নকল করলেও কেন্দ্র ইনচার্জের দায়িত্বে থাকা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মামুন অর রশিদ ও কামালেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কামালেরপাড়া উচ্চ বিদ্যালয় পিএসসি পরীক্ষা কেন্দ্রের সচিব শাহিনুর ইসলাম সাজু কোনো পদক্ষেপ নেয়নি। পরীক্ষার কোনো পারিবেশ নেই এ কেন্দ্রে এমন অভিযোগ করেছেন সচেতন মহল ।