সোমবার, ২৭ মার্চ ২০২৩, ০৪:১০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বিএনপি জাতীয় রাজনীতি থেকে ছিটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া । গতকাল সোমবার পাবলিক লাইব্রেরী মিলনাতয়নে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন । এসময় তিনি আরও বলেন বি এন পির আর কোন কাজ নেই শুধু প্রেস রিলিজ দেওয়াই তাদের একমাত্র কাজ যারা বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করে তাদের মুখে এসব কিছু মানায় না । এর আগে বঙ্গবন্ধু ফাউন্ডেশন গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক আব্দুল হালিম আকন্দের সভাপতিত্বে এ সম্মেলনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মশিউর রহমান মালেক । এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরহাদ আব্দুল্লাহ হারুন বাবলু, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলার সভাপতি রনজিত বকশি সূর্য্য, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রশিদা হক কনিকা, বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ডঃ এইচ এইচ এম মাহাবুবুর রহমান প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া বলেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সদস্যদের বঙ্গবন্ধুকে নিয়ে উচ্চতর গবেষণার পাশাপাশি দেশের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান ।