শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩, ১০:৪৫ অপরাহ্ন

দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা পৌরসভা

দৃষ্টান্ত স্থাপন করল গাইবান্ধা পৌরসভা

স্টাফ রিপোর্টারঃ কান্নাজড়িত কন্ঠে শাহনাজ পারভীন বলছিলেন,“ আল্লাহ যেন মেয়র সাহেবের ভালো করেন। আজকে আমার স্বামী নেই। কিন্তু তার চাকরির পাওনা টাকা একসাথে পেয়ে সংসারের অনেক উপকার হবে। স্বামীর মৃত্যুর পর ছেলেদের পড়াশোনা নিয়ে যখন হিমশিম খাচ্ছিলাম ঠিক সেই সময় এই অর্থ সংসারে স্বচ্ছলতায় কিছুটা হলেও উপকারে আসবে।” পাওনা টাকার চেক হাতে পেয়ে আবেগাপ্লুাত হয়ে কথাগুলো বলছিলেন গাইবান্ধা পৌরসভার প্রয়াত সহ-কর আদায়কারী শফিকুল ইসলাম-এর স্ত্রী। শফিকুল গত ২২ সেপ্টেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
গত ২৩ নভেম্বর শফিকুলের আনুতোষিকের ১৮ লাখ ৮৬ হাজার ৪ শত টাকার চেক হস্তান্তর করেন গাইবান্ধা পৌরসভার মেয়র অ্যাডভোকেট শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী এবিএম সিদ্দিকুর রহমান, সহকারী প্রকৌশলী রেজাউল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা বিপুল কুমার সাহা, এসডিও রবিউল ইসলাম, জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম, সম্পাদক মিলন কুমার সরকার, পৌর কর্মচারি সংসদের সভাপতি অমিতভা চক্রবর্তী রিন্টু, সহ-সম্পাদক সূচনা সরকার প্রমূখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com