শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:১১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গতকাল রোববার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গাইবান্ধা জেলা দূর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জুরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন। সভায় সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ ফরহাদ আব্দুল্ল্যাহ হারুন বাবলু, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শাহ সরোয়ার কবির, ফুলছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম পারভেজ সেলিম, জেলা প্রানি সম্পদ কর্মকর্তা ডঃ মোঃ আব্দুস সামাদ, জেলা মৎস্য অফিসার মোঃ গোলাম জিলানি, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পদক মোঃ আবেদুর রহমান স্বপন, জেলা দূর্যোগ ও ত্রান কর্মকর্তা মোঃ ইদ্রিস আলী সহ উর্ধবতন কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
সভায় আকস্মিক বন্যা ও নদী ভাঙ্গনে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সকল বিভাগীয় কর্মকর্তাগনকে প্রস্তুতি গ্রহন ও বাস্তবায়নের জন্য সিন্ধান্ত নেওয়া হয়। এদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, ভাঙ্গন কবলিত এলাকার কয়েকটি পয়েন্টে জরুরী প্রতিরক্ষা মূলক কাজ শুরু করা হয়েছে।