রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ হতদরিদ্র, বৃদ্ধ-বৃদ্ধা, প্রতিবন্ধী, নদীভাঙা, দু:স্থ অসহায় প্রায় ৪শ’ পরিবারের ৫শ’ ২০ জনকে গতকাল মঙ্গলবার দুইদিনব্যাপী গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর ইউনিয়নের চর গোপালপুর এবং ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের কাউয়াবাধা, রহমতপুর ও গুপ্তমনি চরে শীতবস্ত্র বিতরণ করা হয়। গাইবান্ধার আহমদীয়া যুব সংগঠনের উদ্যোগে ৩ বছর থেকে ১২ বছরের মেয়ে ও ছেলে শিশুর মধ্যে এইসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণের সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সৃষ্টির সেবা ডিপার্টমেন্টের সেক্রেটারী জেনারেল খালেদ আহমদ, বৃহত্তর রংপুরের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক, গাইবান্ধা জেলা সভাপতি আতাহিয়া রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, মোল্লারচর ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য হামিদা বেগম প্রমুখ। উল্লেখ্য, শীতবস্ত্রের মধ্যে ছিল বয়স্কদের গায়ের চাদর, কানটুপি, হাত মোজা ও পা মোজা এবং শিশুদের হুডি জ্যাকেট।