রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, দুর্যোগময় ক্ষতি কাটিয়ে নতুন ফসল না উঠা পর্যন্ত সরকার ত্রান সহায়তা চালিয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় থাকে তখন জনগন কিছু পায়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খাদ্যের চাহিদা নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রনোদনার মাধ্যমে পূর্নবাসন করা হবে। ফলে কৃষকরা নতুন ফসল চাষের মধ্যে দিয়ে ঘুরে দাড়াবে। এতে করে কৃষকরা স্বাবলম্বী হবে। তিনি গতকাল সোমবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি’র উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া হাই স্কুল ও খোলাহাটি হাই স্কুল মাঠে বন্যায় ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মাঝে ত্রান প্যাকেজ বিতরণ কালে একথা বলেন। এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গাইবান্ধা জেলা ইউনিটের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি ঝন্টু, ইউপি চেয়ারম্যান আমিনুজ্জামান রিংকু, মোজাম্মেল হক ঝিলামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।