শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম
গাইবান্ধায় আমন কাটার পরই আলু চাষে ব্যস্ত চাষিরা ১৫ বছরে বদলে যাওয়া উপজেলার নাম গোবিন্দগঞ্জ গাইবান্ধার পাঁচটি আসনের তিনটিতেই আওয়ামী লীগের নারী প্রার্থী গাইবান্ধা ২ সদর আসনে স্বামী স্ত্রীর স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল গাইবান্ধায় কালো পতাকা মিছিল সমাবেশ গাইবান্ধার ৫টি আসনে ৫২ জনের মনোনয়নপত্র দাখিল স্ত্রীর লাশ ফেলে পালিয়ে যাওয়া স্বামীর প্রাণ গেল ট্রেনে ১৬ বছর সংসারের পর স্ত্রীর সাথে বিচ্ছেদঃ ২০ কেজি দুধ দিয়ে গোসল করেছেন স্বামী হৃদরোগের চিকিৎসায় ইউজিসির গবেষণা সহায়তার অনুমোদন পেয়েছেন ডঃ হযরত আলী সুন্দরগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত

দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

দুটি বিদ্যালয়ের একাডেমিক ভবন উদ্বোধন করলেন হুইপ গিনি

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা এবং ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। গতকাল রোববার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই একাডেমিক ভবন দুটি নির্মাণে ৪ কোটি ৬৬ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এরমধ্যে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয়ের চারতলা একাডেমিক ভবন এবং লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসার একতলা ভবনটিকে উর্দ্ধমুখী সম্প্রসারণের মাধ্যমে চারতলায় উন্নীত করা হয়।
এ উপলক্ষে লেংগা বাজার আদর্শ দাখিল মাদ্রাসা চত্বরে মাদ্রাসার সুপার মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, লক্ষ্মীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফলাক হোসেন প্রমুখ।
অপরদিকে ঘাগোয়া মিয়াজান বেপারি উচ্চ বিদ্যালয় চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি রাজা মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ স¤পাদক মাহবুব আলম কোট, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু প্রমুখ।
সমাবেশ দুটিতে হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেন, শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। শিক্ষকদের জীবনমান উন্নয়ন এবং তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে। সেইসাথে শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য নানা ধরণের সুযোগ সুবিধা দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com