মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসা এবং রঘুনাথপুর মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়। গতকাল বৃহস্পতিবার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে এই একাডেমিক ভবন দুটি নির্মাণে ৫ কোটি ৮৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। এ উপলক্ষে বল্লমঝাড় আমিনিয়া দাখিল মাদ্রাসা চত্বরে ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম ঝন্টুর সভাপতিত্বে এক অভিভাবক ও সুধি সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ বেলাল হোসেন, সহকারি প্রকৌশলী সবুজ মিয়া, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ স¤পাদক পিয়ারুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক স¤পাদক এমারুল ইসলাম সাবিন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি অ্যাডঃ জাহাঙ্গীর আলম, মাদ্রাসার সুপার নুর মোহাম্মদ, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সামছুল আলম ফুল, বিদ্যালয়ের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, সাবেক প্রধান শিক্ষক একরামুল হক, মাসুদার রহমান মাসুদ, আব্দুর রহমান প্রমুখ।
সমাবেশে হুইপ গিনি এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণের সুযোগ সুবিধা বৃদ্ধির লক্ষ্যে একদিকে যেমন বিনামূল্যে পাঠ্য বই বিতরণ করছে, পাশাপাশি শিক্ষার পরিবেশ উন্নয়নে নতুন নতুন একাডেমিক ভবন নির্মাণ করে দিচ্ছে।