সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৫০ পূর্বাহ্ন

দুই সাংবাদিকের নামে মামলাঃ প্রতিবাদে সড়ক অবরোধ

দুই সাংবাদিকের নামে মামলাঃ প্রতিবাদে সড়ক অবরোধ

স্টাফ রিপোর্টারঃ ধর্ষনের সংবাদ প্রকাশের জেরে দৈনিক ঢাকা টাইমস পত্রিকার জেলা প্রতিনিধি জাভেদ হোসেন ও দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার বিশেষ প্রতিনিধি রবিন সেনের নামে সাইবার নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে গতকাল শহরের ডিবি রোডের আসাদুজ্জামান স্কুল এ্যান্ড কলেজের সামনে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসুচী পালিত হয়।
গাইবান্ধা প্রেসক্লাব গাইবান্ধার দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহর সঞ্চালনায় সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে এ কর্মসুচী পালন করা হয়।
কর্মসুচীতে জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসুচীতে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তব্য রাখেন প্রেসক্লাব গাইবান্ধার সিনিয়র সহ-সভাপতি রবিন সেন ও সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, মিজানুর রহমান রাজু, জোবাইদুর রহমান, লাল চাঁন বিশ্বাস সুমন, ছালাম আশেকী, সিরাজুল ইসলাম রতন, রবিউল ইসলাম, আশরাফুল ইসলাম, মেহেদী হাসান বাবু প্রমুখ।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com