বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে হাজী ওসমান গনি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গতকাল কলেজ চত্ত্বরে এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার রায়, ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, সহকারী অধ্যাপক এ কে এম সাখাওয়াৎ হোসেন, তোফাজ্জল হক সরকার, শিক্ষার্থী তৈয়ব ইসলাম, ইসরাত জাহান দিশা ও জাহিদ হাসান প্রমুখ। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত ও নৃত্য পরিবেশন করে শিক্ষার্থীরা। এর আগে অতিথি ও নবীণ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।