রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৩, ১২:৫৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ বাল্য বিয়ে প্রতিরোধ ও ৪৫ দিনের মধ্যে শিশুর জন্ম নিবন্ধন নিশ্চিত করণের লক্ষ্যে দারিয়াপুর আমান উল্যাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল ইউনেসেফের সহযোগিতায় বিদ্যালয় মিলনায়তনে শিক্ষার্থীদের সাথে ক্যাম্পেইন উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আবু হানিফ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউনিসেফ রংপুর বিভাগের প্লানিং এন্ড মনিটরিং অফিসার সোনিয়া আফরিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এনায়েত হোসেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস জাহান, জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোশারফ হোসেন, অত্র
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ প্রমুখ।