বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৩৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর কিয়ামতউল্লা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে গত বুধবার সন্ধ্যায় টিএমএসএস এর উদ্যোগে শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সদর থানার অফিসার ইন চার্জ মোঃ মাহফুজার রহমান। বক্তব্য রাখেন রংপুর টিএমএসএস, সহকারী ডোমেইন প্রধান মোঃ আহসান হাবিব মোহন, গাইবান্ধা জোনের জোন প্রধান মোঃ ছানাউল হক খান, দারিয়াপুর শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুর রহমান প্রমুখ।