সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৩২ অপরাহ্ন

দারিয়াপুরে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠান

দারিয়াপুরে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠান

স্টাফ রিপোর্টারঃ বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে উদীচী দারিয়াপুর শাখার আয়োজনে শিশুদের উপস্থাপনা ও পরিবেশনায় অনুষ্ঠান আমরা করবো জয় একদিন পরিবেশিত।
গত সোমবার বিকেল ৫টায় ইলামিত্র স্মৃতি পাঠাগার, দারিয়াপুর মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদীচী’র শিশু শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করে, আবৃত্তি বিভাগের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি করে। উদীচী, দারিয়াপুর শাখা পরিচালিত তবলা শিক্ষা কেন্দ্র তালতরঙ্গ এর শিশু শিক্ষার্থীরা বাদ্যযন্ত্রে সংগত করে। সংগীত পরিবেশন করে রাজশ্রী, মায়িশা, নাবিলা, দীক্ষা, খেলা, তাওসিন, মাহিন। কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে মায়িশা, নাবিলা, সাবা, মীম, দীপান্বিতা, সারা, তরী, ত্রিপন, রাদ, হাসি, পৌলমী, সাফওয়ান। বাদ্যযন্ত্রে সংগত করে খুশবু, হীরা, প্রসূন, খেলা, ধ্রুব, কৌশিক, কাব্য।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com