শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০২:৩৩ অপরাহ্ন

দারিয়াপুরে মোটর সাইকেলের চাপায় বৃদ্ধা নিহত

দারিয়াপুরে মোটর সাইকেলের চাপায় বৃদ্ধা নিহত

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর-রূপারবাজার সড়কের ভেলুর ছিড়া নামক স্থানে মোটর সাইকেলের চাপায় পিলপিলি (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নিহত পিলপিলি খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতড়ী গ্রামের মৃত কফিল উদ্দীনের স্ত্রী।
গতকাল ওই উপজেলার খোলাহাটী ইউনিয়নের উত্তর আনালেরতাড়ী গ্রামের রূপারবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দারিয়াপুর-রূপারবাজার সড়কের পাশ দিয়ে পিলপিলি বেওয়া বাড়ীতে যাচ্ছিলো। এমন সময় পিছন দিক থেকে দ্রুত গতির একটি মোটর সাইকেল তাকে সজরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লোকজন আশার আগেই মোটর সাইকেল আরোহী দুইজন পালিয়ে যায়। মোটর সাইকেলসহ একজনকে স্থানীয়রা আটক করে। আটককৃত মোটর সাইকেল আরোহী বোয়ালী ইউনিয়নের দক্ষিণ হরিণসিংহা গ্রামের আব্দুল লতিফের ছেলে লিয়ন মিয়া।
খোলাহাটী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আনোয়ার হোসেন রানা দুর্ঘটনার কথা স্বীকার করেছেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com