শুক্রবার, ০২ জুন ২০২৩, ১১:৪৯ পূর্বাহ্ন
দারিয়াপুর প্রতিনিধিঃ করোনা ভাইরাসের ছোবলে সারা বিশ্বের সাথে সাথে বাংলাদেশেও যখন সংক্রমণের সংখ্যা দিন বাড়ছে। ঠিক সেই সময়ে সরকারি আদেশ উপেক্ষা করে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে জমজমাট পশুর হাট বসিয়ে করোনা ভাইরাসকে ছরিয়ে দিচ্ছেন বলে দাবী তুলেছেন স্থানীয়রা। বিষয়টি সংশ্লিষ্ট প্রশাসন যেন দেখিয়েও না দেখার ভান করছেন বলে অনেকে মন্তব্য করেছেন।
গতকাল মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দারিয়াপুরের পশুর হাটে দুপুর থেকে বিভিন্ন স্থান থেকে পশু নিয়ে গাড়িগুলো আসতে থাকে। সেই সাথে পাইকার, খামারিসহ বিভিন্ন ব্যক্তির হাটে সমাগম ঘটে। বেলা যত বাড়তে থাকে পশুর হাটে মানুষের ভীড় তত বাড়তে থাকে। যে ভাবে মানুষের ভীড় পশুর হাটটিতে বাড়তে দেখা গেছে এতে করে করোনা সংক্রমনের ঝুঁকি বন্দরটিতে বেড়ে গেলো বলে আশা করছেন স্থানীয়রা।
বিষয়টি নিয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রসূন চক্রবর্তীর সাথে ফোনে কথা হলে তিনি জানান, পশুর হাট লাগানোর জন্য কোথাও কোন অনুমতি দেওয়া হয়নি। যদি কোথাও কোন পশুর হাট লেগে থাকে তাহলে নিশ্চিত হয়ে ব্যবস্থা নেওয়া হবে।