শুক্রবার, ৩১ মার্চ ২০২৩, ০৯:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ ব্যাটারি চালিত রিক্সা-ভ্যান বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, গাইবান্ধা সদর উপজেলা কমিটি।
গতকাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সদর উপজেলা সিপিবি’র সভাপতি ছাদেকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, জেলা সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মুকুল, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এ্যাডঃ মুরাদ জামান রব্বানী, দারিয়াপুর অঞ্চল কমিটির সভাপতি গুলবদন সরকার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, রানু সরকার, ওয়ারেশ সরকার, ভ্যান চালক জহুরুল, আন্জু মিয়া, আনারুল ইসলাম প্রমুখ।