শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৭ অপরাহ্ন
ধাপেরহাট (সাদুল্লাপুর) প্রতিনিধিঃ সাদুল্লাপুর উপজেলার আলদাদপুর গ্রামের একটি পুকুর থেকে গত রবিবার সকালে দুই শিশুর লাশ উদ্ধার হয়। পুলিশ কে না জানিয়ে স্থানীয় মাতব্বরা ঐ দুই শিশুর লাশ ঐ দিন বিকেলেই পারিবারিক কবর স্থানে তাদের লাশ দাফন সম্পূর্ন করেন। ঘটনার তিন দিন পর গতকাল মঙ্গলবার রাতে ঐ দুই শিশুর পিতা বাদী হয়ে সাদুল্লাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জানা গেছে, ফরিদপুর ইউনিয়নের আলদাদপুর গ্রামের নুর নবীর কণ্যা মিম আক্তার (০৫) ও একই গ্রামের শিপন মিয়ার পুত্র জিহাদ মিয়া (০৭) তারা দুজনই স্থানীয় চকগোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও শিশু শ্রেনীর শিক্ষার্থী শনিবার স্কুল ছুটি শেষে বাড়িতে যায়। এবং সন্ধায় বাড়ি থেকে নিখোঁজ হয়। রবিবার সকালে বাড়ির পাশের একটি জঙ্গলের ভিতরের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার হয়। এ মৃত্যু নিয়ে এলাকায় শুরু হয় নানা মুখী গুঞ্জন। গ্রামের মাতব্বরা পুলিশকে না জানিয়ে পানিতে ডুবে মরেছে মর্মে তাদের লাশ দাফন করেন। নিহত মিমের পিতা নুরনবী জানান,তার কণ্যাকে পূর্বশক্রতার জের ধরে কে বা কাহারা পরিকল্পিতভাবে হত্যা করেছে,আমার মেয়ের গলাসহ বিভিন্ন অংঙ্গে আঘাতের চিহ্ন দেখেছি। আমি বিষয়টি নিশ্চিত হওয়ার পর সাদুল্লাপুর থানায় লিখিত ভাবে অভিযোগ করেছি। সাদুল্লাপুর থানার অফিসার ইনর্চাজ মাসুদ রানা মামলার বিষয়টি নিশ্চিত করে জানান যে,দুই শিশুর লাশ উদ্ধার করে এলাকাবাসী দাফন কাফন করার বিষয়টি লোক মুখে শুনেছি কিন্তু থানায় কোন অভিযোগ দেয়নি। মঙ্গলবার রাতে নিহত শিশু মিমের পিতা নুরনবী ও জিহাদের পিতা শিপন মিয়া যৌথ ভাবে লিখিত অভিযোগ দিলে আমি তা থানায় এজাহার ভূক্ত করেছি। তদন্তেই বেরিয়ে আসবে সঠিক তথ্য ।