শনিবার, ১০ জুন ২০২৩, ০৮:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সুন্দরগঞ্জ থেকে ১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার উপজেলার হরিপুর ইউনিয়নের পাঁচপীর খেয়াঘাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মানষ রঞ্জন দাস। গ্রেফতারকৃতরা হলেন- আল-আমিন শেখ ও রুনা বেগম। সম্পর্কে তারা স্বামী-স্ত্রী। তারা সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার ধানগড়া গ্রামের বাসিন্দা। স্বামী-স্ত্রীর এই সিন্ডিকেট দীর্ঘদিন ধরে নদীপথসহ বিভিন্ন রুটে গাঁজার ব্যবসা করে আসছে। পুলিশ পরিদর্শক মানষ রঞ্জন দাস জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।