সোমবার, ০৫ জুন ২০২৩, ০৬:১৯ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ মহামারি করোনার ধাক্কা সামলাতে টিকা চলে এলেও বিশ্বের প্রায় সব দেশেই কমবেশি মৃত্যু হচ্ছে। করোনার নতুন-নতুন ভ্যারিয়েন্টের কাছে বিশ্বের প্রায় সকল রাষ্ট্রগুলোও বিপর্যস্ত। পৃথিবী জুড়ে টিকা কার্যক্রম চললেও সংক্রমণ ও মৃত্যুও হার ওঠানামা করছে। ফলে স্বাস্থবিধি মানার বিকল্প নেই। আমাদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। যাতে করে নতুন কোন ধাক্কা আমাদের ক্ষতি করতে না পারে। কাজও করতে হবে আবার করোনাসহ ভাইরাসগুলোকে মোবাবেলা করতে হবে।
গতকাল শনিবার জনউদ্যোগ উদ্যোগে ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়ন পরিষদ ভবনে করোনা মহামারীতে ২৫০ জন দলিত নারীদের উপহার হিসেবে সুরক্ষা সামগ্রী বিতরণ ও স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উদাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বার এ্যাসোসিয়েশন সভাপতি এ্যাডঃ সিরাজুল ইসলাম বাবু, জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, সামাজিক সংগ্রাম পরিষদের আহবায়ক জাহাঙ্গীর কবীর তনু, ফুলছড়ি উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সমাজকর্মী এস এম মনিরুজ্জামান লিট, আহাদুজ্জামান রিমু, হাসান মোর্শেদ দিপন, রবিদাস ফোরামের সাধারণ সম্পাদক খিলন রবিদাস, কৃষ্ণ কর্মকার, সুজন রবিদাস, সুবল রবিদাস প্রমুখ।