শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৫ পূর্বাহ্ন

দরিদ্র ও দু:স্থদের মাঝে চেক বিতরণ

দরিদ্র ও দু:স্থদের মাঝে চেক বিতরণ

স্টাফ রিপোর্টারঃ দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০১৯-২০২০ অর্থ বছরে গাইবান্ধা সদর উপজেলার নদী ভাঙন কবলিত এলাকার অতি দরিদ্র ও দুঃস্থ জনসাধারণের জন্য প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তা হিসেবে চেক বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে। গতকাল বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দরিদ্রদের মধ্যে চেক বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফুল আলম, মহিলা ভাইস চেয়ারম্যান তাসলিমা আকতার স্মৃতি, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিছুর রহমান প্রমুখ। ৫টি ইউনিয়নের বন্যা কবলিত এলাকার উপকারভোগী ৬৫৭ জনের মধ্যে মোট ৮১ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com