সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৪:১৪ অপরাহ্ন

তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে সেই বাবা-ছেলে এখন টেকনাফে

তেঁতুলিয়া থেকে পায়ে হেঁটে সেই বাবা-ছেলে এখন টেকনাফে

সাদুল্লাপুর প্রতিনিধিঃ আলোকিত বাংলার স্বপ্নযাত্রা, আমরা করব জয় এই শ্লোগানে তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করা গাইবান্ধার সেই বাবা ও ছেলে পৌঁছাছেন টেকনাফের জিরো পয়েন্টে।
টানা ২০ দিন হেঁটে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে টেকনাফের এই যাত্রা জয় করলেন তারা। এ পথে ১ হাজার ২১ কিলোমিটারসহ এ পর্যন্ত ২ হাজার ৬৪৫ কিলোমিটার সড়ক পথ হাঁটলেন এই ভ্রমণকারীরা। দীর্ঘতম এই হাঁটার পথে শত শত মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন বাবা ও ছেলে।
এই পদযাত্রাকারী ব্যক্তিরা হচ্ছেন- গাইবান্ধা পৌর শহরের ৫নং ওয়ার্ডের মধ্য গোবিন্দপুর (সাদেক চত্বর) এলাকার সাদেক আলী সরদার (৬৭) ও তার ছেলে মোস্তাফিজুর রহমান (৩৭)। ইতোপুর্বেও ৪৯ তম মিশন পর্যন্ত ১ হাজার ৬২৪ কিলোমিটার পথ হেঁটে দেশ ভ্রমণে আলোড়ন সৃষ্টি করেছেন তারা। যা দেশের বিভিন্ন গণমাধ্যমেও প্রচার অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com