শনিবার, ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৪১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি বলেছেন, তৃণমূল পর্যায়ে অবকাঠামো ব্যাপক উন্নয়নের ফলে গ্রাম ও শহরের পার্থক্য কমিয়ে এসেছে। শিক্ষা, বিদ্যুৎ, যোগাযোগ, কৃষি, স্বাস্থ্য ও নারীদের ক্ষমতায়নের ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। তিনি গত রোববার গাইবান্ধা সদর উপজেলার ঘাগোয়া ইউনিয়নের কোনারপাড়া উচ্চ বিদ্যালয়ে নতুন একাডেমিক ভবনের ভিত্তি স্থাপনকালে এ কথা বলেন। এসময় শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জরমান রিংকু, সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুব আলম কোর্ট, প্রধান শিক্ষক আব্দুস সামাদ, ইউপি সদস্য শামছুল হুদাসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অধীনে ৮৬ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত একতলা ভবনের নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে। ফলে ওই বিদ্যালয়ে উন্নত পরিবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার সুযোগ সৃষ্টি হবে।