শনিবার, ০৩ জুন ২০২৩, ১১:১৭ অপরাহ্ন
বোনারপাড়া (সাঘাটা) প্রতিনিধিঃ ঐতিহ্যবাহী তিস্তামুখ ঘাট হতে বোনারপাড়া রেলস্টেশনে পুনরায় সংযোগ ট্রেন চালুর দাবীতে এক বিশাল মানব বন্ধন করেছে। গতকাল প্রায় দুই ঘন্টা ব্যাপী ভরতখালী ও তার পার্শ্ববর্তী এলাকার সর্বস্তরের হাজারো জনতা এই মানববন্ধন কর্মসূচীতে অংশগ্রহন করেন। এলাকাবাসীর দাবী শত বছরের এই রেল লাইন দিয়ে বোনারপাড়া রেলস্টেশনে সংযোগ ট্রেন চালু করে ঢাকাসহ উত্তরাঞ্চলের ট্রেন যোগাযোগের মাধ্যমে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার হাজার হাজার মানষের যোগাযোগ সুবিধা বাড়বে এবং যাতায়াতের ক্ষেত্রে দূর্ভোগ লাঘব হবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, সাঘাটা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম বিপ্লব, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য শামছুজ্জোহা, ভরতখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শামসুল আজাদ শীতল, ইউপি সদস্য কিশোর মাহমুদ রুবেল, দৈনিক বাংলার বুকের সম্পাদক হাসান মেহেদী বিদ্যুৎ, ইউপি সদস্য শফিকুল ইসলাম শফি, চান্দু মিয়া, গাইবান্ধা সরকারি কলেজের সাবেক ভিপি প্রদীপ কুমার মৃনাল, আবু সাদাত, মিজানুর রহমান মজনু, শামছুল আলম সাজু, সুজাউদ্দৌলা সুজা প্রমুখ।