শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৮:২১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ সামাজিক বন সংরক্ষণ বিভাগের উদ্যোগে গতকাল শনিবার গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বন্যা নিয়ন্ত্রন বাঁধের কাউন্সিলের বাজার এলাকায় তালগাছ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। এসময় জেলা সামাজিক বন সংরক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা শরিফুল ইসলাম লিটন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, গিদারী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ইদুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রন বাঁধের কামারজানি হতে গিদারী ইউনিয়নের সীমানা পর্যন্ত ৬ কিলোমিটার এলাকায় ৩ হাজার চারা রোপন করা হবে। এসময় হুইপ স্থানীয় জনগনকে তাল গাছের চারা পরিচর্যা করার পরামর্শ দেন। সেইসাথে তিনি বলেন, এই গাছ আমাদের প্রাকৃতিক দুর্যোগ এবং বজ্রপাত রোধে ভুমিকা রাখবে।
পরে হুইপ মাহাবুব আরা বেগম গিনি গিদারী ইউনিয়নের কাউন্সিল বাজার এক ছাত্র ও যুব সমাবেশে প্রধান অতিথি বক্তব্য রাখেন।