রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ন

ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

ঢাবিতে তারণ্যের ভোট-ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

ঢাকা অফিসঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) সহিংসতা বিরোধী তারুণ্য, অধিকার, উন্নয়ন ও ভোট ভাবনা শীর্ষক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকাল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের মুজাফফর আহমদ চৌধুরী অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট এসোসিয়েশন অব সুন্দরগঞ্জ (ডুসাস) এর আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আনন্দ শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মিসেস আফরুজা বারী। এছাড়াও সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উপ-মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, স্বেচ্ছাসেবক লীগের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি আবু তাহের মিয়া, ঢাবির গণিত বিভাগের শিক্ষক জসিম উদ্দিন, ডুসাসের প্রতিষ্ঠাতা সভাপতি মেহেদী হাসান সুমন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি হাসানুর রহমান হাসু প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন ডুসাসের সভাপতি সাগর আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে আফুরুজা বারী বলেন, আমাদের সুন্দরগঞ্জের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে জনপ্রতিনিধি না হয়েও আমি ইতিমধ্যে ব্যক্তিগত উদ্যোগে সুন্দরগঞ্জের বিভিন্ন শিক্ষা, রাস্তাঘাট, কমিউনিটি ক্লিনিক, মসজিদ, মন্দির, মাদ্রাসা, ইদগাহ মাঠ চরাঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির লক্ষে ঘোড়া বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহের জন্য বিনামূল্যে টিউবওয়েল বিতরণ, বিনামুল্যে চক্ষু সেবা প্রদানের জন্য ফ্রী মেডিকেল ক্যাম্পের আয়োজন, কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদেরকে বিনামুল্যে শেলাই মেশিন বিতরণ ও শারীরিক প্রতিবন্ধিদের চলা ফেরার স্বার্থে হুইলচেয়ার বিতরণসহ এলাকার বিভিন্ন অবকাঠামোগত উন্নয়নে নিজস্ব তহবিল হতে অনুদান প্রদান করেছি যা বর্তমানেও অব্যাহত রয়েছে।

 

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com