সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৯ অপরাহ্ন
ঢাকা অফিসঃ মুজিব শত বার্ষিকী উপলক্ষে “বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক” আলোচনা সভা গত ১৫ সেপ্টেম্বর প্রেস কাউন্সিল মিলনায়নে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক এটিএম মমতাজুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ ইরফান সেলিম। অনুষ্ঠান পরিচালনা করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের সহ-সভাপতি মোঃ আব্দুল হাদী।
বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ বারী চিশতি, জিএম মুজিবুর রহমান ভুইয়া, ইয়াকুব হোসেন।