মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০২৩, ১০:০৭ অপরাহ্ন

ডেভিড কোম্পানি পাড়া থেকে ২০ জন জুয়াড়ি গ্রেফতার

ডেভিড কোম্পানি পাড়া থেকে ২০ জন জুয়াড়ি গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা শহরের ডেভিড কোম্পানি পাড়ার একটি বাসা থেকে গত ১০ অক্টোবর গভীর রাতে জুয়া খেলার সময় ২০ জুয়াড়িকে ডিবি পুলিশ আটক করেন।
গ্রেফতার কৃতরা হলেন গাইবান্ধা সদর উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বালাআটা বাজারের মোঃ আজিজুল হকের ছেলে মোঃ সাকা মিয়া (২৬), মৃত মোখলেছুর রহমানের ছেলে মোঃ জায়েদ আলী (৩৮), মৃত ফজলার রহমানের ছেলে মোঃ নুরুন্নবী মিয়া (৪৬), দাড়িয়াপুরের মৃত আব্দুল কুদ্দুস মিয়ার ছেলে মোঃ সৌমিক (৩৮), গাইবান্ধা শহরের সবুজ পাড়ার মোঃ মকবুল হোসেনের ছেলে মোঃ সুমন (৪৫), মৃত মমতাজুর রহমানের ছেলে মোঃ মিনু মিয়া (৪৮), মৃত জামিল মিয়ার ছেলে মোঃ হানিফ মিয়া (৪০), রেলওয়ে কলোনীর মৃত গফ্ফার মিয়ার ছেলে মোঃ সাহেদ খান (৪৭), মৃত ইয়াছিন মোল্লার ছেলে মোঃ শাহিন মিয়া (৪২), সরকার পাড়ার মৃত রবিউল ইসলামের ছেলে মোঃ খাজা মিয়া (৩৬), লক্ষীপুর ইউনিয়নের হাটলক্ষীপুর কুটিপাড়ার মৃত এমদাদুল হকের ছেলে মোঃ সিদ্দিক মিয়া (৪৫), ব্রীজ রোড এলাকার মৃত ওসমান গণির ছেলে মোঃ আবুল কালাম (৫৩), মৃত হারুন মিয়ার ছেলে মোঃ শরিফ মিয়া (৩৬), সাহাপাড়া এলাকার মৃত মনতাজুর রহমান মোঃ মাহাবুর রহমান (৪৩), শহরের মাষ্টারপাড়া এলাকার মৃত সাজ্জাদ হোসেন সরকারের ছেলে মোঃ রুমন সরকার (৩৬), পূর্বপাড়া এলাকার ফয়জার রহমানের ছেলে মোঃ মুকুল মিয়া (৩৭), কুপতলা ইউনিয়নের মৃত জয়নাল আবেদীনের ছেলে মোঃ বেলাল হোসেন (৩০), কিশামত মালিবাড়ী মধ্যপাড়ার মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মশিউর রহমান (৩৮), খোলাহাটি ইউনিয়নের পূর্ব কোমরনই গোদারহাট এলাকার মৃত লাল মিয়ার ছেলে মোঃ রেজাউল করিম (৪৩) । আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে ।
ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২০ জুয়াড়িকে গ্রেফতার করেন।

নিউজটি শেয়ান করুন

© All Rights Reserved © 2019
Desing & Developed BY ThemesBazar.Com