রবিবার, ২৬ মার্চ ২০২৩, ০৩:০১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপির রোগ মুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । গতকাল শুক্রবার আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলা শাখার আয়োজনে আসাদুজ্জামান মার্কেটের দ্বিতীয় তলায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোঃ মোশাররফ হোসেন মনির, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলার উপদেষ্টা ও দৈনিক ঘাঘট পত্রিকার সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু, আন্তর্জাতিক মানবাধিকার কমিশন গাইবান্ধা জেলার সভাপতি ও দৈনিক গাইবান্ধা দর্পণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক শফিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকরামুল হক রাঙ্গা, সিনিয়র সহ-সভাপতি এ্যাডভোকেট জি এস এম আলমগীর প্রমুখ । এসময় দোয়া পরিচালনা করেন প্রফেসর কলোনি জামে মসজিদের ইমাম মাওলানা মাসুম বিল্লাহ।
এর আগে উপস্থিত বক্তারা ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনার পাশাপাশি তার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।