শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ০৮:২৭ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি’র রোগ মুক্তি কামনায় গাইবান্ধা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় মুক্তিযোদ্ধা (প্রতিরোধ যোদ্ধা) ৭৫’ জেলা শাখার উদ্যোগে গতকাল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা সাদেকুর রহমানের সভাপতিত্বে ও কৃষক লীগ জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক দীপক কুমার পালের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রণজিৎ বকসী সূর্য্য, বীর মুক্তিযোদ্ধা এসকে মজিদ মুকুল, জহুরুল হক সরকার, আব্দুল বাকী, মফিজুল হক, মোঃ মজিবর রহমান প্রমুখ। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব হাফেজ মাওঃ দেওয়ান আমানুর রহমান।