বুধবার, ০৪ অক্টোবর ২০২৩, ০৬:৪০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টারঃ গাইবান্ধা ডেঙ্গু জ্বরে আক্রান্ত দরিদ্র ও অসহায়দের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে গাইবান্ধা ইসলামী ব্যাংক শাখা । এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসলামী ব্যাংক গাইবান্ধা শাখায় ৭ জন ডেঙ্গু আক্রান্ত রোগীর মধ্যে মশারী, নগদ অর্থ ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় ।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর হাসপালের ডাঃ মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দৈনিক ঘাঘট-এর সম্পাদক মোঃ আব্দুস সামাদ সরকার বাবু। অনুষ্ঠানে সভাপত্বিত করেন শাখা প্রধান এস এ ভিপি মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন প্রিন্সিপাল অফিসার ও বিনিয়োগ ইনচার্জ মোঃ আসাদুজ্জামান। বক্তারা বলেন, দুর্যোগের সময় অসহায় ও দরিদ্র মানুষের পাশে সমাজের বিত্তবান মানুষের পাশাপাশি ইসলামী ব্যাংক এগিয়ে এসেছে। ইসলামী ব্যাংক সব সময় আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে।